About us

ভিটাকেয়ার বাংলাদেশের মানুষের সুস্থ ও আরামদায়ক জীবনধারার সঙ্গী হতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, প্রতিদিনের ছোট ছোট যত্নই জীবনে বড় পরিবর্তন আনে। তাই আমরা নিয়ে এসেছি নিরাপদ, মানসম্পন্ন ও নির্ভরযোগ্য পণ্য যা আপনার পরিবারকে দেবে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্বস্তির নিশ্চয়তা।

আমাদের পণ্যসামগ্রীতে রয়েছে খাদ্যপণ্য, স্বাস্থ্য ও ব্যক্তিগত যত্ন, রান্নার প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে ঘরোয়া হাইজিন সমাধান সবকিছুই এক ছাদের নিচে, সাশ্রয়ী মূল্যে ও দ্রুত ডেলিভারির মাধ্যমে।

ভিটাকেয়ারের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং একটি ভরসার প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে আপনি সহজে পাবেন নিরাপদ ও মানসম্মত পণ্যের নিশ্চয়তা। দেশজুড়ে ফ্রি ডেলিভারি, সহজ রিটার্ন সুবিধা ও ২৪/৭ কাস্টমার সাপোর্টের মাধ্যমে আমরা প্রতিদিনের জীবনকে করছি আরও সহজ ও আরামদায়ক।

ভিটাকেয়ার  কেবলমাত্র একটি সেলস সাপোর্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। অনলাইন পোর্টালটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাস্টমারদের অর্ডার সংগ্রহ করবে এবং নির্দিষ্ট এলাকার ডিস্ট্রিবিউটরদের কাছে অর্ডারগুলো ফরওয়ার্ড করবে। ডিস্ট্রিবিউটররা তাদের বিদ্যমান স্টক থেকে অর্ডার প্রসেস করে কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দেবে। কাস্টমারের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি (COD) সংগ্রহের কাজও ডিস্ট্রিবিউটররাই করবে। ভিটাকেয়ার  কোনো পণ্য সরাসরি ডেলিভারি করবে না, কিংবা কোনো টাকা লেনদেনে যুক্ত থাকবে না।

আমরা বিশ্বাস করি “আপনার যত্নেই আমাদের সাফল্য।